সিবিআই নয়, রাজ্য পুলিশেই আস্থা জলপাইগুড়ির নির্যাতিতার বাবার

0
1

সিবিআই তদন্তের দাবি থেকে সরে এলেন জলপাইগুড়ির নির্যাতিতা নাবালিকার বাবা। তিনি জানিয়েছেন সিবিআই তদন্ত  চান না। রাজ্য পুলিশেই আস্থা আছে তাঁর এবং পরিবারের অন্যদের। নির্যাতিতার বাবা জানিয়েছেন,  ‘মেয়ের মৃত্যুর পর মাথার ঠিক ছিল না। কিন্তু দেখছি রাজ্য পুলিশ ভালই কাজ করছে। অভিযুক্তদের ধরেছে। তাই আর  সিবিআই তদন্ত চাইছি না। জেলা পুলিশই অভিযুক্তদের কঠোর শাস্তি দিক। তা হলেই আর কোনও বাবা-মায়ের কোল খালি হবে না।”

ধর্ষণের চেষ্টার অপমানে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী  হওয়ার চেষ্টা করেন জলপাইগুড়ির নির্যাতিতা। অর্ধদগ্ধ অবস্থায় নাবালিকাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বেশ কিছুদিন লড়াইয়ের পরে অবশেষে মৃত্যু হয়  ওই নির্যাতিতার।