রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝেই আগামী মাসে বাইডেন সাক্ষাতে মোদি

0
2

রাশিয়া ইউক্রেন যুদ্ধা পরিস্থিতির মাঝে আগামী মে মাসে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের(JoeBiden) সঙ্গে সাক্ষাত করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে হোয়াইট হাউসের(White House) তরফে। তাদের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে। কোয়াড বৈঠকে যোগ দিতে আগামী ২০ থেকে ২৪ মে পর্যন্ত দক্ষিন কোরিয়া এবং জাপান সফরে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি(US President) জো বাইডেন সেই সফরেই জাপানের টোকিওতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন তিনি।

হোয়াইট হাউসের প্রেস সচিব জন সাকি বুধবার জানান, কোয়াড দেশগুলির নেতৃত্বদের সঙ্গে এই সাক্ষাতে গুরুত্ব দেওয়া হবে নিরাপত্তার বিষয়টিকে। পাশাপাশি দেশগুলির সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের উন্নতি ও একে অপরের প্রতি সহযোগিতার সুযোগ নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। টোকিওতে মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাত করবেন অস্ট্রেলিয়া, জাপান, ভারত এবং কোয়াড গোষ্ঠীভুক্ত দেশের নেতাদের সঙ্গে সাক্ষাত করবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদির এই সাক্ষাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।