Wriddhiman Saha: ‘এখনও ফুরিয়ে যাইনি’, হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত ইনিংসের পর বার্তা ঋদ্ধির

0
8

বুধবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ৩৮ বলে ৬৮ রান করে গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) জয়ের দোরগোড়ায় নিয়ে যান তিনি। আর এই ইনিংস যেন অনেক কিছুর জবাব দিল পাপালির ব‍্যাট। আইপিএলে ফের একবার প্রত্যাবর্তনের পর, বিশেষ বার্তা ঋদ্ধিমান সাহার। বললেন, এখনও ফুরিয়ে যাইনি।

হায়দরাবাদ ম‍্যাচের পর ঋদ্ধি টুইটারে দুটি ছবি পোস্ট করে লেখেন,” নট ডান ইয়েট’ যার বাংলা করলে দাঁড়ায়, ‘এখনও ফুরিয়ে যাইনি।”

গত কয়েক বছর ধরে সময়টা খারাপ গিয়েছে ঋদ্ধিমান সাহার। ঋষভ পন্থের জন্য বিদেশ সফরে ভারতের টেস্ট দলে সুযোগ না পেলেও দেশের মাটিতে চোখ বন্ধ করে ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ছিলেন তিনি। কিন্তু রাহুল দ্রাবিড় ভারতের কোচ ও রোহিত শর্মা অধিনায়ক হয়ে আসার পরে দেশের মাটিতেও ব্রাত্য থাকছেন তিনি। এমনকি ঋদ্ধিকে ভারতের কোচ এবং অধিনায়ক বার্তা দিয়েছেন, ব্যাটে রান থাকতে হবে, না হলে দলে সুযোগ মিলবে না। এছাড়াও এর মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছিলেন ঋদ্ধি। এক সাংবাদিক তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন ঋদ্ধি। তারই মাঝে বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে এই ইনিংস যে অনেকটা ঋদ্ধির জবাব, তা বলাই বাহুল্য।