সত্যিই কী দেশে করোনার চতুর্থ ঢেউ আসতে চলেছে? পরিসংখ্যান তেমনটাই বলছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে দেশে করোনার দৈনিক সংক্রমণ। গতকালের পর বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি পেরিয়েছে। বেড়েছে মৃতের সংখ্যাও।
আরও পড়ুন:Weather Forecast: বৈশাখে পুড়ছে বাংলা, শীঘ্রই বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩০৩ জন। গতকাল যা ছিল তিন হাজারের সামান্য কম। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত ১ হাজার ৩৬৭ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ১৬ হাজার ৯৮০ জন। অন্যদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় বলি হয়েছেন ৩৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৬৯৩ জন। দিল্লির করোনা গ্রাফ চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ২৮ হাজার ১২৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৫৬৩ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।
প্রসঙ্গত, বুধবারই দেশের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকাকরণের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও আগামী দিনে টিকাকরণ এবং বুস্টার ডোজের উপর জোর দিতে বলেন তিনি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.