কেন্দ্রকে তোপ দেগে এবার অর্জুনের পাশে দিলীপ! মুষল পর্বে আরও অস্বস্তি গেরুয়া শিবিরে

0
1

রাজ্যের পাট শিল্প বন্ধ করতে চাইছে মোদি সরকার। কেন্দ্রের শিল্প-বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে বিষয়টি নিয়ে একাধিকবার দরবার করেও কোনও লাভ হয়নি। শুধু মন্ত্রী নয়, রাজ্য সরকারের হয়ে ব্যাট ধরে জুট কমিশনারকেও তোপ দেগেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। এমনকি, পাট শিল্প ও শ্রমিকদের স্বার্থে অর্জুন রাজ্যের শাসক দল তৃণমূলের কোনও আন্দোলনেও সামিল হওয়ার বার্তা দিয়েছেন। প্লাস্টিক লবির চাপেই কেন্দ্রীয় সরকার বাংলার পাট শিল্পকে ধ্বংস করছে। চরম দুর্নীতি তৈরি হয়েছে। লুকনো তথ্য খুঁজে বের করতে আমি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবিও করেছেন তিনি।

রাজ্য বিজেপির মুষল পর্বে অর্জুনের এমন ভূমিকা আরও অস্বস্তি বাড়িয়ে দিয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। এবার অর্জুনকে আরও ইন্ধন দিলেন খোদ দিলীপ ঘোষ। ‘বিদ্রোহী’ সাংসদ অর্জুন সিংয়ের পাশে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানালেন, ‘অর্জুন সিংয়ের বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা উচিত। কারও একার উদ্যোগে কিছু হবে না। সমস্যার সমাধানের সদিচ্ছারও প্রয়োজন। আমি যখন রাজ্যে দলের দায়িত্বে ছিলাম, তখন একই কারণে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ারের সঙ্গে দেখা করেছি।’

দিলীপ ঘোষের এমন মন্তব্য যে কেন্দ্রীয় নেতৃত্ব এবং মোদি সরকারের প্রতি তা বলার অপেক্ষা রাখে না। তাঁর বক্তব্য কেন্দ্রের নীতির বিরুদ্ধে বিজেপির অন্দরে বিদ্রোহের আঁচ আরও বাড়িয়ে দিয়েছে, তা স্বীকার করেছে সংশ্লিষ্ট মহল।