Accident: সাতসকালেই শহরে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম চালক

0
1

সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি। বৃহস্পতিবার সকাল ৬টায় ঘটনাটি ঘটেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে। গুরুতর আহত অবস্থায় গাড়ির চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ



পুলিশ সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি আচমকাই ডিভাইডারে ধাক্কা মারায় গাড়ির চাকা ভেঙে যায়। এত জোরে ধাক্কা মারার জেরে গাড়ি থেকে প্রায় ৫০ ফুট দূরে ছিটকে পড়েন চালক।তাঁকে গুরুতর জখম অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করে।ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি বাজেয়াপ্ত করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। আহত চালকের পরিচয় জানার চেষ্টা চলছে।