জম্মু কাশ্মীরে(Jammu Kashmir) ফের বড় সাফল্য পেল সেনাবাহিনী(Army)। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হল ২ আল বদর জঙ্গি। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ্যে এনেছে কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার(Vijay Kumar)। জানা গিয়েছে, কাশ্মীরে একাধিক পরিযায়ী শ্রমিক(Migrate Worker) খুনের মাস্টারমাইন্ড ছিল এরা দুইজন।

জম্মু কাশ্মীর পুলিশ সুত্রে জানা গিয়েছে, বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার মিতরিগাম এলাকায় একাধিক জঙ্গি লকিয়ে থাকার খবর আসে সেনার কাছে। সেইমতো গভীর রাতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ, আধাসেনা ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেনা উপস্থিতি টের পেয়ে ও পিছু হঠবার জায়গা না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। দীর্ঘক্ষন দুপক্ষের গুলির লড়াই চলার পর অবশেষে খতম হয় ২ জঙ্গি। জানা গিয়েছে ম্রিত ২ জঙ্গির নাম আইজাজ হাফিজ ও শাহিদ আয়ুব। তারা আল বদর জঙ্গি গোষ্ঠীর সদস্য। তাদের কাছ থেকে ২ টি একে ৪৭ রাইফেল উদ্ধার করেছে পুলিশ।














































































































































