মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প (Duare Sarkar) । ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। পাড়ায় পাড়ায় এই অভিযান শুরু হবে। প্রতিটি এলাকায় ক্যাম্প হবে। সেই ১০ দিন ক্যাম্পে আবেদন জমা নেওয়া হবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন ৫ মে থেকে ২০ মে পর্যন্ত চলবে পাড়ায় সমাধান ক্যাম্প । রাজ্যজুড়ে ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন ও সমস্যার সমাধানের ব্যবস্থা করবে সরকার। প্রকল্পের কাজ যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় সে জন্য, ওই সময়টায় জরুরি প্রয়োজন ছাড়া সরকারি অফিসারদের ছুটি নয়। মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের প্রত্যেক জেলাশাসককে এই নির্দেশ দিয়েছেন।
৫ মে থেকে ৫ ই জুন পর্যন্ত উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিগুলি পালিত হবে। দুয়ারে সরকারের জন্য আবেদন পত্র জমা নেওয়া হবে আগামী ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত। সঙ্গে সঙ্গেই সেই আবেদনপত্রগুলি ঝাড়াই বাছাইয়ের কাজও শুরু হয়ে যাবে। ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত আবেদনপত্রগুলিকে দেখে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
বুধবার নবান্নে রাজ্য সরকারের প্রতিটি দফতরের সচিব, জেলাশাসক এবং পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই বিষয়টি স্পষ্ট করে দেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন ২০২০ সাল থেকে শুরু হওয়া দুয়ারে সরকার কর্মসূচির দরুণ গত তিনটি দফায় বহু মানুষ নানা সুবিধা পেয়েছেন। বাংলার মানুষ আবারও সুবিধা পাবেন, উন্নয়নের সুফল পাবেন তা এদিন স্পষ্ট করে দেন তিনি।






























































































































