তীব্র গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। গরম থেকে মুক্তি দিতে নবান্নর তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। একদিকে এরইমধ্যে চলছে উচ্চমাধ্যামিক পরীক্ষা। কিন্তু গরমের তীব্রতা সহ্য করতে না পেরে, গরমে বলি হলেন একদিনে ৩জন। এরমধ্যে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছে। মৃত ছাত্রী অনীশা আফরিন যাদবপুর বিদ্যাপীঠের পড়ুয়া ছিলেন। মঙ্গলবার হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণ হারায় সে।


আরও পড়ুন:তাপপ্রবাহের জেরে এপ্রিলেই কী গরমের ছুটি? জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা দফতর


অন্যদিকে তীব্র গরম সহ্য করতে না পেরে প্রাণ হারান এক প্রৌঢ় । প্রচণ্ড গরমের জ্বালায় উত্তরপাড়া স্টেশনে অসুস্থ হয়ে পড়েন তিনি। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার হাওড়ার টোটো চালকের মৃত্যু হয়েছিল। অন্যদিকে মঙ্গলবার গরমের জেরে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন এক অন্তঃসত্ত্বা মহিলা। তাঁকে হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।এই মৃত্যুকে ঘিরে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

মারাত্মক দাবদাহের বিরুদ্ধে লড়তে রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। গরমের দাপটও বজায় থাকবে। এপ্রিলে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে। মঙ্গলবার রাজ্যের ৯টি জেলার ১১টি শহর তাপপ্রবাহের কবলে পড়েছিল। অধিকাংশ জেলাশহরগুলির তাপমাত্রা আগেই ৪০ ছাড়িয়েছে। এমনকি কলকাতাতেও তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি ছুঁইছুঁই।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































