রাজ্য পুলিশে (State Police) ব্যাপক রদবদল। মঙ্গলবার, নবান্নের (Nabanna) তরফে মোট ১৭টি পদে রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলকাতা, বিধাননগরের পাশাপাশি বাঁকুড়া, ডায়মন্ডহারবার, মালদহ, বারুইপুর, রানাঘাটের পুলিশ সুপারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
বদলি হয়েছেন কলকাতা পুলিশের ডিসি-ডিডি (DC-DD) দেবষ্মিতা দাস। তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি হচ্ছেন। বিধাননগর পুলিশ কমিশনারেটের বর্তমান ডিসি পদে থাকা সূর্য প্রতাপ যাদব হলেন কলকাতা পুলিশের ডিসি-ডিডি। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (৩) হলেন আইজি STF রাজেশ কুমার যাদব।

কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসি হচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি প্রবীন প্রকাশ। তাঁর জায়গায় চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি হলেন SVSPA-এর ভাইস প্রিন্সিপ্যাল নিধি রানি।
বর্তমানে খড়গপুরের এসআরপি পদে থাকা পুষ্পা হলেন বারুইপুরের এসপি। বারুইপুরের পুলিশ সুপার বৈভব তিওয়ারি গেলেন বাঁকুড়ার পুলিশ সুপার হয়ে। বাঁকুড়ার এসপি ধৃতিমান সরকার গেলেন ডায়মন্ডহারবারের পুলিশ জেলার সুপার হয়ে।

ডায়মন্ডহারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হলেন রানাঘাটের এসপি। আর রানাঘাটে পুলিশ সুপার সায়ক দাস যাচ্ছেন CID-এর SS পদে।
দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে। আর হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার হলেন পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার অফিসের ওএসডি শ্রদ্ধা এন পাণ্ডে।
এটি একেবারেই রুটিন বদলি বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন- ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল, দোলাচলে বাবুলের শপথ



































































































































