তীব্র গরমে হাঁসফাঁস দশা। খুব প্রয়োজন ছাড়ায় রাস্তায় না বেরনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে ‘মর্নিং স্কুল’ করার নির্দেশ দিল শিক্ষা দফতর। গরমে স্কুলে গিয়ে পড়ুয়ারা যাতে অসুস্থ না হয়ে পড়ে তাই এই নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন:রাজ্য বিজেপির মুষল পর্বে সমান্তরাল সংগঠন করে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়ালেন শুভেন্দু
শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, তীব্র গরম থেকে বাঁচতে প্রাক প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিকভাবে ‘মর্ণিং স্কুল’ চালু করা হোক। ধীরে ধীরে সব স্তরেই ‘মর্নিং স্কুল’ ব্যবস্থা চালু করা হবে। তবে এতে পড়ুয়াদের পড়াশুনোয় যাতে কোনওরকম ঘাটতি না হয়, তা শিক্ষক শিক্ষিকাদের দেখতে হবে। সব ক্লাস যাতে সঠিক সময়েই হয়, তা নিশ্চিত করার যাবতীয় দায়িত্ব তাঁদেরই নিতে হবে। যদিও কখন ও কবে থেকেই এই ব্যবস্থা চালু হবে তা এখনও নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি।
কোনও স্কুল যদি ‘মর্নিং স্কুল’ হয়ে উঠতে না-পারে অর্থাৎ সকালে পঠনপাঠন চালু করতে না-পারে, সে-ক্ষেত্রে গরম থেকে রক্ষা পেতে পড়ুয়াদের কী কী করতে হবে এবং স্কুলকে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, স্বাস্থ্য অফিসারের সঙ্গে আলোচনা করে তা ঠিক করতে হবে বলেও জানানো হয়েছে বিকাশ ভবনের নির্দেশিকায়। জানানো হয়েছে, গরমের মোকাবিলা করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের ‘গাইডলাইন’ বা নির্দেশিকা মেনে চলতে হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.