- 
- দ্রুত গতিতে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বুধবারই ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 - চলতি বছরের মার্চ মাসের পর এপ্রিলেও পুড়ছে দক্ষিণবঙ্গ। রোদের দাপটে নাজেহাল রাজ্যবাসী।দেখা নেই কালবৈশাখীর। তাপপ্রবাহের সতর্কতা জারি রাজ্যের সাত জেলায়। ২৮ এপ্রিল পর্যন্ত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
 - অসুস্থতা সত্ত্বেও সিবিআই জিজ্ঞাসাবাসে সাহায্যের আশ্বাস দিলেন অনুব্রত মণ্ডল। নিজের বাড়িতে, নয়তো ভার্চুয়াল মাধ্যমে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি হন অনুব্রত। সোমবার সিবিআইকে চিঠি লিখে এ কথা জানিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।
 - ২৫ এপ্রিল শুরু হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । করোনার কারণে এ বছর জানুয়ারি মাসে এই উৎসব করা সম্ভব হয়নি । সেই কারণেই চলতি বছরের এপ্রিল মাসে উৎসব করার পরিকল্পনা ছিল। সেই মতোই শুরু হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
 - আজ থেকে চালু বাগডোগরা এয়ারপোর্ট। ভাড়া দু থেকে তিন গুণ বেশি।
 - জামিন পাওয়ার পরে জেলের বাইরে বের করা হলেও ফের গ্রেফতার করা হল গুজরাটের বিধায়ক জিগনেশ মেবানিকে। যদিও কোন মামলায় তাঁকে ফের জেলে ঢোকানো হল, তার কোনও নির্দিষ্ট ব্যাখ্যা নেই আসাম পুলিশের।
 - ভারতীয় জলসীমায় ঢুকে পড় এক পাকিস্তানি বোটকে আটক করল ইন্ডিয়া কোস্ট গার্ড। পাক বোটে ২৮০ কোটি টাকার মাদক ছিল বলে জানা গিয়েছে। পাকিস্তানি বোটটি থেকে ৯ জন ক্রুকেও ধরেছে কোস্ট গার্ড। ঘটনাটি ঘটেছে গুজরাত উপকূলের কাছে। জানা গিয়েছে আটক বোটটির নাম ‘আল হজ’।
 - জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটার কিনলেন এলেন মাস্ক। মাইক্রোব্লগিং সাইট টুইটারের পুরো শেয়ার কিনতে খরচ পড়ল ৪,৪০০ কোটি ডলার।
 
 
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        













































































































































