গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রেকর্ড গরমে নাজেহাল রাজ্যবাসী। তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা। এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অতিষ্ট গরমে অসুস্থ হয়ে পড়ছে আট থেকে আশি সকলেই। এদিকে গরমের ছুটিও মিলছে না। তাই রোজই স্কুলে যেতে হচ্ছে। অস্বস্তিজনক গরমে ঘরে-বাইরে বয়স্ক থেকে শিশু, শরীর অসুস্থ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতেই জরুরি বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাপপ্রবাহের জেরে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শিক্ষামন্ত্রী। সেই চিন্তাতেই কী স্কুল ছুটির ভাবনায় বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী?
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের তীব্র দাবদাহ থেকে নিজেকে ও পরিবারকে কীভাবে রক্ষা করবেন? একগুচ্ছ পরামর্শ নবান্নের
জানা গেছে, তাপপ্রবাহের জেরে বর্তমানের পরিস্থিতি পর্যালোচনা করতেই এই বৈঠক ডেকেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবারের বৈঠকে হাজির থাকবেন স্কুল শিক্ষা সচিব ও আধিকারিকরা।স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে কিনা তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা। কারণ যে সময়ে স্কুল পড়ুয়ারা বাড়ির বাইরে থাকছে সেই সময়ে গরমের কারণে অস্বস্তি থাকবে চরমে৷ কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়, তা নিয়ে বিকেলেই বৈঠকে বসবেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.