দেশব্যাপি উন্নয়নের ঢাক ঢোল পেটানোর পাশাপাশি বেকার যুবকদের(Jobless youth) কর্মসংস্থানের গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি নেহাতই যে মরীচিকা তা স্পষ্ট হচ্ছে ক্রমশ। সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, গোটা ভারতে কর্মক্ষম ৯০ কোটি মানুষের অর্ধেকের বেশি ইদানিং চাকরি খোঁজা ছেড়ে দিয়েছেন। মহিলাদের ক্ষেত্রেও পরিস্থিতি আরও ভয়াবহ।

মুম্বইয়ের বেসরকারি সমীক্ষা সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র তরফে সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, ২০১৭ সালে যখন দেশে করোনার নামগন্ধ ছিল না ঠিক সেই সময় থেকে এই ঘটনার সূত্রপাত। তারপর পরবর্তী পাঁচ বছরে শ্রমিকদের কাজে যোগদানের হার ৪৬ থেকে নেমে দাঁড়িয়েছে ৪০ শতাংশে। মহিলাদের মধ্যে এই প্রবণতা আরও মারাত্মক। ওই পাঁচ বছরে ধাপে ধাপে প্রায় দু’কোটি মহিলা কর্মক্ষেত্র থেকে সরে গিয়েছেন। রিপোর্টে দাবি করা হয়েছে দেশে কর্মক্ষম মহিলাদের মধ্যে মাত্র ৯ শতাংশ আপাতত কাজে যুক্ত রয়েছেন বা কাজ খুঁজছেন। যোগ্যতা অনুযায়ী কাজ না মেলায় দেশের কমবেশি ৯০ কোটি কর্মক্ষম মানুষের মধ্যে অর্ধেকই আর কাজ চান না। রিপোর্টে দাবি এর জেরে, কর্মক্ষম তরুণ প্রজন্মের সার্বিক অবদানের ডিভিডেন্ড পাওয়া থেকেই বঞ্চিত হবে গোটা দেশ। সর্বোপরি মাঝামাঝি আয়ের আবর্তে বাঁধা পড়বে দেশের আমজনতা, যা সমাজে অসাম্য আরও বাড়িয়ে তুলবে।














































































































































