রাজ্য বিজেপিতে মুষলপর্ব অব্যাহত। এবার বিজেপির একটি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, বিধায়ক অশোক দিন্দাকে সমর্থন জানিয়ে বিরোধী দলনেতা গ্রুপ ত্যাগ করেছেন।
ঘটনার সূত্রপাত, মণ্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে। যার জেরে ফের প্রকাশ্যে চলে এলো রাজ্য বিজেপির অন্তর্কলহ।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার তরফে ৪২ জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়। এই নামগুলির মধ্যে অনেককে নিয়ে জেলার একাংশের বিশাল আপত্তি থাকায় বিবাদের শুরু। বিজেপি একাংশের দাবি, এই তালিকায় স্বচ্ছভাবমূর্তির একনিষ্ঠ দলের আদি নেতাদের গুরুত্ব দেওয়া হয়নি। জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় নিজের পেটোয়া লোকেদেরই
মণ্ডল সভাপতি হিসাবে জায়গা করে দিয়েছেন। আর তারই জেরে দলের আদি, নব্য তৎকাল ও পরিযায়ী লবির নেতাদের মধ্যে সংঘাত চরমে ওঠে।

এই ঘটনার জন্য গতকাল, রবিবার ক্ষোভে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা তমলুক সাংগঠনিক জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন। তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েজন নেতাকে মণ্ডল সভাপতির তালিকার বাইরে রাখা হয়। আর কারণ দেখিয়েই অশোক দিন্দা গ্রুপ ছাড়েন। তাঁকে সমর্থন করে আজ, সোমবার শুভেন্দু অধিকারীও হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন। একইসঙ্গে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা সাহেব দাসও গ্রুপ থেকে বেরিয়ে যান।

শুভেন্দুর গ্রুপ ত্যাগ নিয়ে এদিন সকাল থেকেই তোলপাড় শুরু হয়ে যায় রাজ্য বিজেপির অন্দরে। গেরুয়া শিবিরের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে চলে আসে। ড্যামেজ কন্ট্রোলে শুভেন্দু ঘনিষ্ঠদের বক্তব্য, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। শুধুমাত্র কোনও জেলার নেতা নন। তাঁকে না জানিয়েই বিভিন্ন জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে। তাই জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন শুভেন্দু।
Subhendu Adhikary-bjp-ashok dinda- whatsapp group 







































































































































