আগামী ৩ মে ইদ । ইদ উপলক্ষে আগামী ২, ৪ এবং ৫ মে সমস্ত রকম পরীক্ষা বন্ধ থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (jadavpur university) । অর্থাৎ ঈদের আগের দিন এবং পরের দিন পরীক্ষা বন্ধ থাকবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এই খবর জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ইদ উপলক্ষে ওই তিন দিন কোনওরকম পরীক্ষা না রাখার আবেদন জানানো হয়েছিল। ছাত্রদের আবেদনে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ২, ৪ এবং ৫ মে’র সমস্ত পরীক্ষা বাতিল করল। ওই দিনের পরীক্ষাগুলি কবে নেওয়া হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।











































































































































