রাজ্যের প্রায় সমস্ত পুরনিগম ও পৌরসভাগুলিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন বোর্ড তৈরির পর শুরু হয়েছে নাগরিক পরিষেবা ও উন্নয়নের কাজ। কিন্তু এসব কিছু থেকেই বঞ্চিত হাওড়াবাসী। হাওড়া পুরসভায় এখন ভোট না হওয়ার জন্য সেখানকার মানুষ পুরপরিষেবা থেকে বঞ্চিত। আর হাওড়াবাসীর বঞ্চনার এই দায় এবার সরাসরি রাজ্যপাল জাগদীপ ধনকড়ের উপর চাপালেন রাজ্যের পুরনগরায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যপালকে তোপ দেগে ‘দাদু’ বলে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম।

উত্তর হাওড়ায় তৃণমূলের একটি কর্মী সম্মেলন থেকে
মন্ত্রী বলেন, “ওই দাদুর জন্যই হাওড়া পুরসভার ভোট আটকে রয়েছে। না হলে কলকাতা পুরসভার সঙ্গেই হাওড়া পুরসভার ভোট হয়ে যেত। রাজ্যপাল হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করা নিয়ে রাজ্য সরকারের ফাইলটি আটকে রেখেছেন বলেই এই সমস্যা তৈরি হয়েছে। রাজ্যপাল যাতে সই করেন সেজন্য আমি তাঁর কাছে আগে ২ থেকে ৩ বার গিয়েছি। তবে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।”

একইসঙ্গে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে ফিরহাদ হাকিমের বার্তা, “সময় মতো ভোট হচ্ছে না বলে আপনারা হতাশ হবেন না। যেদিনই ভোট হোক না কেন, হাওড়া পুরসভায় যা কাজ হয়েছে, তাতে তৃণমূল জয় নিশ্চিত।”












































































































































