১) ঘরের মাঠেও’ হার মুম্বই ইন্ডিয়ান্সের। রবিবার তারা ৩৬ রানে হারল লখনউ সুপার জায়ান্টসের কাছে। আবার শতরান করলেন কেএল রাহুল।

২) সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। রবিবার রাজস্থানকে ৩-০ গোলে উড়িয়ে সন্তোষ ট্রফির সেমিফাইনালে রঞ্জন ভট্টাচার্য্যের দল। বাংলার হয়ে জোড়া গোল ফারদিন আলি মোল্লার। অপর গোলটি করেন সুজিত সিং-এর।

৩) অবশেষে দু’বছর পর ইডেনে ফিরছে আইপিএল। আইপিএলের জোড়া প্লে-অফের ম্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। এমনটাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, প্লে-অফের খেলা দেখতে মাঠে প্রবেশ করতে পারবেন ১০০ শতাংশ দর্শক।
৪) রবিবার গায়ে হলুদ হয়ে গেল বাংলার কোচ অরুণ লালের। পাত্রি বুলবুল সাহা। প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে ২ মে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অরুণ লাল। এদিন ছেলেপক্ষ এবং মেয়েপক্ষের যৌথ উদ্যোগে গায়ে হলুদ পর্ব আয়োজিত হয়েছিল।

৫) আগামী মরশুমের জন্য দলগঠনের কাজ শুরু করে দিল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, মুম্বই সিটি এফসির ফুটবলার মহম্মদ রাকিপকে দু’বছরের চুক্তিতে সই করেছে লাল-হলুদ ক্লাব।
আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ











































































































































