আপাতত বিক্ষোভ উঠল বিশ্বভারতীর উপাচার্যর বাড়ির সামনে থেকে

0
1

আপাতত বিক্ষোভ কর্মসূচি  প্রত্যাহার করে নেওয়া হল বিশ্বভারতীর উপাচার্যর বাড়ির সামনে থেকে।  তবে এবার সিবিআই তদন্তের দাবি তুললেন মৃত ছাত্র অসীম দাসের বাবা। পাঠভবনের ভিতরে এক ছাত্রর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে গত কয়েকদিন ধরে  উত্তাল হয়ে উঠেছিল  বিশ্বভারতী  বিশ্ববিদ্যালয়। প্রকৃত দোষীদের উপযুক্ত  শাস্তি এবং উপাচার্যকে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে হবে,  এই দুই দাবিতে  অনড় পড়ুয়ারা  উপাচার্যের বাড়ির সামনে আন্দোলন শুরু করেন। পড়ুয়াদর সঙ্গে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন মৃত ছাত্রর পরিবারের সদস্যরাও।  উপাচার্য আটক  ছিলেন ছাত্রছাত্রীদের হাতে।  শুক্রবার গভীর রাতে উপাচার্যকে মুক্ত করতে  ছাত্র আন্দোলন তুলতে এসে পুলিশের হাতে আটক হলেন তাঁর অনুগত অধ্যাপক, কর্মীরা ।  পরে আটকদের ছেড়ে দেয় শান্তিনিকেতন থানার পুলিশ। আন্দোলরত পড়ুয়াদের অভিযোগ, তাদের ভয় দেখাতেই উপাচার্য অনুগতদের ডেকে ছিলেন।