প্ল্যাটফর্মের উপরে উঠে গেল একটি যাত্রীবাহী ট্রেন (Train)। ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে, আহত হয়েছেন চালক। চেন্নাই স্টেশনে একটি ফাঁকা লোকাল (Local) ট্রেন ঢুকছিল। ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রেন সোজা হুড়মুড়িয়ে উঠে গেল একেবারে প্ল্যাটফর্মের উপর। আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত যাত্রীরা।
আরও পড়ুন:মদ-গাঁজার বিনিময়ে মণ্ডল সভাপতি! বাঁকুড়ায় বিজেপি নেতার মন্তব্য দলীয় কোন্দল
আরও পড়ুন: Fire at Tangra:আপাতত আগুন নিয়ন্ত্রণে ,ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন
যাত্রী ওঠানোর জন্য ফাঁকা ট্রেনটি ঢুকছিল প্ল্যাটফর্মে (Platform) তাই ট্রেনটি ফাঁকাই ছিল। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রেনের চালক গুরুতর ভাবে আহত হয়েছেন। ট্রেনটিকে স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসার চেষ্টা চলছে। কেন এমনটা হল খতিয়ে দেখা হচ্ছে।