শনিবার রাতে আইপিএলের ( IPL) ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে ৯ উইকেটে হারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় আরসিবি (Faf Du Plessis) । যদিও এই হার নিয়ে হতাশ হতে নারাজ আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। বরং এই হার থেকে শিক্ষা নিতে মরিয়া তিনি।
সাংবাদিক সম্মেলনে ডুপ্লেসি বলেন, “এই হার নিয়ে আবেগ দেখানো উচিত নয়। অফিসে একটা খারাপ দিনের মতো এটা। এর থেকে শিক্ষা নিতে হবে। অনেক দিনের প্রতিযোগিতা এটা, আমাদের এগিয়ে যেতে হবে।”
এরপাশাপাশি ডুপ্লেসি বলেন,” প্রথম চার ওভারে অতগুলো উইকেট হারানো উচিত হয়নি। আমাদের ইনিংস গড়ার দিকে মন দেওয়া উচিত ছিল। রান কিছু কম হলেও সেই জুটি গড়তে হত। যে সময় বল সুইং করছে, সিম করছে, ওই সময়টা দেখে খেলা উচিত ছিল। আমরা এই গুলো থেকে শিক্ষা নিতে চাই। আর এই শিক্ষা নিয়ে আগামী ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে চাই।”
আরও পড়ুন:Ravi Dahiya: এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় রবি দাহিয়ার