ফের চোখরাঙাচ্ছে কোভিড-১৯। ক্রমশ পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠছে। ফলে উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। কী করে সংক্রমণের রাশ টানা যায়, সেব্যাপারে ইতিমধ্যেই পাঁচ রাজ্যে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু তাতেও রাশ টানা সম্ভব হয়নি। তাই আগামী বুধবারই কড়টনার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:পুড়ছে দক্ষিণবঙ্গ! ৭ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস, বৃষ্টি কবে?
এদিন ট্যুইটে প্রধানমন্ত্রী মোদি জানান, ২৭ এপ্রিল দুপুর ১২টা নাগাদ তিনি ভিডিও কনফারেন্স করবেন। সব রাজ্যের কোভিড পরিস্থিতির খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রীদের কাছে। তারপর আলোচনাক্রমে প্রয়োজনে ফের নতুন কোভিড গাইডলাইন তৈরি হবে।
সম্প্রতি দেশের কোভিড পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। বেড়েছে সংক্রমণের দাপট। রাজধানী দিল্লিতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত কয়েকদিনে দৈনিক সংক্রমণ হাজার পেরিয়েছে। বেড়েছে অ্যাকটিভ কেস ও মৃত্যুর হার। এছাড়া বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কোভিডে আক্রান্ত হয়েছেন শিক্ষক-পড়ুয়ারা।সংক্রমণের হার বাড়তে থাকায় দেশের ফের চতুর্থ ঢেউয়ের সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসকমহল। তাই আগেভাগেই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.