ফের ট্যাংরায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘিঞ্জি এলাকায় নিয়ন্ত্রণে আসেনি আগুন

0
2

ফের ট্যাংরায় (Tangra) বিধ্বংসী আগুন( Fire)। রবিবার দুপুরে ২৫ ক্রিস্টোফার রোডে( Christopher Road) দাশপাড়ার ঘন বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। আগুন ছড়ায় পাশের কারখনাতেও আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ঘটনাস্থেল পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন।

আরও পড়ুন: Haridevpur Bomb Case:পুলিশি তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যেই হরিদেবপুর কাণ্ডে পুলিশের জালে ৪

এই অঞ্চলটিতে শুধু আবাসনই নেই রয়েছে বেশ কিছু কারখানা এবং গুদাম ঘর। যেখানে ভাল পরিমাণে দাহ্যপদার্থ মজুত রয়েছে বলেও জানা গেছে। রয়েছে প্রচুর ঝুপড়ি বাড়ি। এতটাই ঘিঞ্জি যে আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়ছে। বড় হোস পাইপ টেনে ভিতর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়া অকুস্থলে পৌঁছেতে বেগ পেতে হচ্ছে দমকলকে।


আতঙ্কিত এলাকার অসহায় মানুষজন মরিয়া হয়ে বাড়ির ছাদ থেকে বালতি বালতি জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করছেন। এমনকী, বাড়ির পাইপ নিয়ে এসে তাঁরা ক্রমাগত এই আগুন নেভানোর অসম লড়াই চালিয়ে যাচ্ছে।

বিধ্বংসী আগুনে একটা মোটর গ্যারেজের একাংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। পুড়ে গেছে গোটা একটা গাড়িও। এই এলাকায় আরো প্রচুর মোটর গ্যারেজ, টিনের চালা ঘর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে ভালমতো বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। কী করে এই আগুন লাগলো তাঁর কারণ জানা যায়নি এখনও। আগুন নিয়ন্ত্রণে না এলে ক্ষয়ক্ষতি জানা যাচ্ছে না। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।