মদ-গাঁজার বিনিময়ে মণ্ডল সভাপতি! বাঁকুড়ায় বিজেপি নেতার মন্তব্য দলীয় কোন্দল

0
3

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি। জঙ্গলমহলেও গেরুয়া শিবিরের অন্দরের কোন্দল চাপা রইল না।  জঙ্গলমহলের মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে এবার বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল।  দলের এক পঞ্চায়েত সদস্য জানিয়েছেন মদ, গাঁজা খেয়ে  এবং টাকার বিনিময়ে মণ্ডল সভাপতির পদ দিয়েছেন বিজেপির জেলা সভাপতি।

রানিবাঁধ উত্তরে মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তপন মাহাতোকে। এই দায়িত্ব দেওয়ার পরে রানিবাঁধ উত্তরের অম্বিকানগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম মাহাতো প্রকৃত সত্য ফাঁস করেছেন। তাঁর অভিযোগ জেলা সভাপতি মদ, গাঁজা খেয়ে টাকা নিয়ে  অযোগ্য লোককে মণ্ডল সভাপতির দায়িত্ব দিয়েছেন। তপন মাহাতোকে পদ থেকে না সরালে জঙ্গলমহলে বৃহত্তর আন্দোলন চলবে বলেও জেলা সভাপতিকে হুঁশিয়ারি দিয়েছেন ওই  গৌতম মাহাতো নামে ওই পঞ্চায়েত সদস্য।