Weather-Bengal : বৃষ্টি -কালবৈশাখীর দেখা নেই, আজ থেকে আরও গরম বাড়বে কলকাতায়

0
2

পূর্বাভাস ছিল বৃহস্পতি, শুক্র, শনি ঝড়-বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। কিন্তু বাস্তবে দেখা গেল মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ ঝাড়গ্রাম -সহ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা ছাড়া দক্ষিণ বঙ্গের জেলাগুলি বৃষ্টি শূন্য হয়ে রইল । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কালবৈশাখীর সম্ভাবনাও বেশ ক্ষীণ। উল্টে গরম আরো বাড়বে।

কিন্তু এর কারণ কী? হাওয়া অফিস জানিয়েছে মধ্যপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে সম্ভবত কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছে। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া সর্বত্রই বৃষ্টির দেখা নেই। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির উপরে। তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল । পাশাপাশি কলকাতায় আকাশ থাকবে মেঘলা। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে অনেকটাই । সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে । যেহেতু বৃষ্টির সম্ভাবনা নেই তাই ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে।