মেরামতির কাজের জন্য বন্ধ থাকবে তারাতলা ফ্লাইওভারের (Taratola Flyover)বেহালামুখী লেন । জানা গেছে বেশ বড়সড় ফাটল দেখা দিয়েছে তারাতলা উড়ালপুলে।
প্রায় ৩২৫ মিটার লম্বা এই উড়ালপুলের শেষবার সংস্কার হয়েছিল ২০১৯ সালে। কিন্তু এখন কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে যাওয়ার অংশে উড়ালপুলের উপর বড় একটি ফাটল তৈরি হয়েছে । এই ফাটল ধীরে ধীরে বড় হচ্ছে । দিনে দিনে বিপদজনক হয়ে উঠছে এই উড়ালপুল । কার্যত প্রাণ হাতে নিয়ে চলাফেরা করছেন মানুষজন ।
এই পরিস্থিতিতে পি ডব্লিউ ডি সূত্রের খবর আগামীকাল রাত থেকে তারাতলা ব্রিজের (Taratola Flyover) একটি লেন বন্ধ থাকবে । যে অংশে বড় গর্ত সৃষ্টি হয়েছে সেই জায়গায় মেরামতের কাজ শুরু হবে। এই মেরামতির কাজ শেষ হতে দু তিন দিন সময় লাগবে। ফলে বন্ধ থাকবে তারাতলা থেকে বেহালার দিকে যাওয়ার দিকে উড়ালপুলের একটি লেন ।
আরও পড়ুন-“পার্টি অফিসের ৩ কিলোমিটারের মধ্যে কোনওদিন মদ খাইনি”, দিলীপকে জবাব তথাগতর
ইতিমধ্যে বেশকিছুদিন যাবত তারাতলা ব্রিজের এই ফাটল ধরা অংশটি বাদ দিয়ে চলছে গাড়িগুলি। ফাটল ধরা জায়গাটির ভিডিয়ো তুলতে আসেন পিডব্লিউডি- র আধিকারিকরা । পি ডব্লিউ ডি অধীনেই তৈরি হয়েছিল এই উড়ালপুল।














































































































































