হরিদেবপুরে দাঁড়িয়ে থাকা অটোর মধ্যে মিলল প্রচুর তাজা বোমা

0
1

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোর মধ্যে মিলল প্রচুর তাজা বোমা । শনিবার ভোর থেকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতার হরিদেবপুরে ৪১ পল্লি ক্লাবের সামনে। জানা গিয়েছে ওই অটোটি দাঁড়িয়েছিল হরিদেবপুর ৪১ পল্লি ক্লাবের ঠিক সামনে। শুক্রবার রাত থেকেই অটোটি একই জায়গায় বহুক্ষণ ধরে দাঁড়িয়েছিল। অটোটি কোথা থেকে এল। কেনই বা এখানে দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে এসব নিয়ে ভোররাতের দিকে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারাই তখন থানায় খবর দেন । পুলিশ এসে তল্লাশি চালিয়ে অটোর ভিতর থেকে ১৯টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।

বাজেয়াপ্ত অটোটি নিয়ে যাওয়া হয় হরিদেবপুর থানায়। এত অস্ত্র কোথা থেকে এলএল?  কে এখানে রাখল ? কোথায় পাচার করা হচ্ছিল ? কার কাছে যাচ্ছিল এই বোমা? এসব প্রশ্নের উত্তর খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।