বিবাদী বাগে চলন্ত গাড়িতে আগুন

0
3

শনিবার ভবানীপুরের (Bhawanipur) দিকে থেকে আসা একটি গাড়ি হঠাৎ বিবাদী (BBD Bag) বাগে এসে দাউ দাউ করে আগুন (Fire) ধরে যায়।

শনিবার সকালে লিলুয়ার বাসিন্দা গৌরব দত্ত নামে এক ব্যক্তি শনিবার গাড়ি করে ভবানীপুরের (Bhawanipur) দিকে যাচ্ছিলেন। গাড়িটি ডালহৌসি আসার পর প্রথমে ধোঁয়া বেরতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে যান তিনি। তারপরেই পুরো আগুন (Fire) ধরে যায়। আগুন লাগার পর দমকলকে খবর দেওয়া হয়। দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়। যদিও হতাহতের তেমন কোনও খবর নেই কিন্তু গাড়ির চালক সময় মতো না নামলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

আরও পড়ুন-আচমকা ধস হেদুয়াতে, মুহূর্তে চাঞ্চল্য

চালকের কথা অনুযায়ী গাড়িটি চালানোর সময় তিনি হঠাৎ গরম অনুভব করেন। সঙ্গে সঙ্গে রাস্তার ধারে দাঁড় করিয়ে নেমে যান তিনি। তার ঠিক পর মূহুর্তে দাউ দাউ করে আগুন জ্বলে যায়। হঠাৎ কেন এমনটা ঘটলো সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।