পুলিশ -সাংবাদিকের মিথ্যে পরিচয় দিয়ে টাকা হাতানোর অভিযোগ সিপিএম নেতার বিরুদ্ধে

0
1

কখনো পুলিশ সেজে, কখনো সাংবাদিক সেজে বহু মানুষকে ঠকিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠল এক সিপিএম নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতা হুগলি জেলার হিন্দমোটরের বাসিন্দা। নাম রাকেশ চক্রবর্তী। হুগলির সিপিএম নেতার এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে । রীতিমতো ভাইরাল হয়ে গেছে ওই নেতার আর্থিক প্রতারণার খবর। এই আর্থিক প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসতেই শঙ্কর রাউত নামের এক তৃণমূল নেতা বরানগর থানায় লিখিত অভিযোগও দায়েরকরেছেন । জানা গিয়েছে চম্পা দাস নামে এক মহিলা অভিযোগ করেছেন তার পরিচিত এক ব্যক্তিকে টাকা ধার দিয়ে ফেরত চাইতে গেলে কোন্নগর বারোমন্দিরের কাছে সিপিএম নেতা রাকেশ চক্রবর্তী কোন্নগর ফাঁড়ির ওসি পরিচয় দিয়ে চম্পা দাস ও তার স্বামীকে গালিগালাজ করেন ও মিথ্যে কেস সাজিয়ে লকআপে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখান।