গরুপাচারকাণ্ডে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি

0
1

গরুপাচারকাণ্ডে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি। এর আগে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেছিল । এবার ইডি গ্রেফতার করল তাকে। জানা গিয়েছে শুক্রবার দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয় সাসপেন্ডেড বিএসএফ আধিকারিককে। টানা ৮ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সতীশকে । ইডি-র অভিযোগ, গরু পাচারকারীদের কাছ থেকে ১২ কোটি টাকা নিয়েছিলেন সতীশ কুমার। জিজ্ঞাসাবাদের সময় সতীশ কুমার বারবার মিথ্যা, অপ্রয়োজনীয় এবং ভুল তথ্য দিয়ে তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। শুধু তাই নয় সতীশের বয়ানে অসঙ্গতি থাকারও অভিযোগ রয়েছে । শনিবার দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্টকে। রিমান্ডে নিয়ে জেরা করার আবেদন জানাবে ইডি।