হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) CBI তলব। আজ, বিকেল সাড়ে ৫টার মধ্যেই নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে এবং তৃণমূল জেলা সভাপতিকে। তবে শারীরিক কারণে তিনি আদৌ নিজাম পালেস আসতে পারবেন কিনা তা এখনো জানা যায়নি। সেক্ষেত্রে তিনি এবারও আইনজীবীকে পাঠাতে পারেন। এই নিয়ে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় ৬ নম্বর নোটিশ কেন্দ্রে তদন্তকারী সংস্থার।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল পঞ্চম নোটিশ পাওয়ার পর সিবিআই দপ্তরে হাজিরা দিতে আসার পথে হঠাৎ রাস্তায় অসুস্থ হয়ে পড়েন অনুব্রত (Anubrata Mondal)। তাই নিজাম প্যালেসে না গিয়ে তিনি সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। এরপর থেকে গতকাল, শুক্রবার পর্যন্ত উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন অনুব্রত।
অবশেষে ১৭ দিনের মাথায় স্বস্তি।হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার তৃণমূল জেলা সভাপতিকে শুক্রবার সন্ধেয় এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল হাসপাতাল থেকে বেরিয়ে আপাতত তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে গিয়েছেন। চিকিৎসকরা আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। জানা গিয়েছে, চার সপ্তাহ পরে ফের এসএসকেএমে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে যেতে বলেছেন চিকিৎসকরা।
এর মধ্যেই ফের CBI তলব করায় নতুন করে যে অস্বস্তিতে পড়লেন অনুব্রত মণ্ডল, তা বলার অপেক্ষা রাখে না।














































































































































