মোদি সফরের আগেই উত্তপ্ত উপত্যকা, জওয়ানদের বাসে হামলা জঙ্গিদের, শহিদ ১ জওয়ান

0
3

রবিবারই  জম্মু আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই শুরু হয়েছে নাকাচেকিং। আর এরইমধ্যে জম্মুর CISF-এর জওয়ানদের বাসে হামলা করল জঙ্গিরা। ভোর সাড়ে চারটে নাগাদ জম্মু চাড্ডা ক্যাম্পে এই ঘটনাটি ঘটে। সেনা-জঙ্গির সংঘর্ষে ইতিমধ্যেই ১ জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। সেনাবাহিনীর গুলিতে ২ জন জঙ্গি মারা গিয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।


আরও পড়ুন:গাইঘাটায় নাবালিকাকে বাড়িতে তুলে এনে ধর্ষণে মদত, বিজেপি নেত্রী-সহ গ্রেফতার ৪


প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগেই জম্মু কাশ্মীরে জঙ্গি নাশকতার কার্যকলাপ মাথাচারা দিয়েছে। গতকাল থেকে একের পর এক জঙ্গি নাশকতার ঘটনা ঘটে চলেছে উপত্যকায়। শুক্রবার ভোর সাড়ে চারটেয় নাগাদ CISF-এর গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। অতর্কিত হামলায় প্রথমে দিশেহারা হয়ে গেলেও পালটা প্রতিরোধ গড়ে তোলেন নিরাপত্তারক্ষীরা। এরপর চলে দীর্ঘক্ষণ গুলির সংঘর্ষ। এতেই ২ জঙ্গির নিকেশ হয়েছে।

জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন একজন ASI। আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান। তাঁদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর পেয়ে জম্মুর সুজওয়ান এলাকায় অভিযান চালায় সেনা। গোটা ঘটনায় ফের উত্তপ্ত উপত্যকা।