Ravindra Jadeja: ধোনির পা ছুঁয়ে প্রণাম জাড্ডুর, ভাইরাল ভিডিও

0
2

এবারের আইপিএলে (IPL) শুরুটা একেবারেই ভাল হয়নি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK) জন্য। তবে শেষ তিন ম‍্যাচে জয় পেয়ে আবারও ভালো জায়গায় মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজার দল। অপরদিকে  টুর্নামেন্টে এখনও একটাও জয় পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। লিগ টেবিলের শেষে থাকা এই দুই দলই মুখোমুখি হয়েছিল বৃহস্পতিবার। রুদ্ধশ্বাস ম্যাচে ফের দেখা গিয়েছে ফিনিশার মহেন্দ্র সিং ধোনিকে। নব নিযুক্ত অধিনায়ক রবীন্দ্র জাদেজার হাতে জয় তুলে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক ধোনি। ১৩ বলে ২৮ রানের ইনিংসে ছিল তিনটে চার ও একটা ছক্কা।

ছক্কা মারেন শেষ ওভারে। সাত উইকেট হারান চেন্নাইয়ের তখন চার বলে দরকার ১৬ রান। উনাদকাটের বল সাইডস্ক্রিনের উপর দিয়ে উড়িয়ে দেন মাহি। তার পরের বলেই ফের চার। শেষ বলে দরকার ছিল চার রান। বল বাউন্ডারির বাইরে পাঠিয়েই দলকে জয় এনে দেন চেন্নাইয়ের থালা। আর এই জয়ের পরই ধোনির পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় দলের অধিনায়ক জাদেজাকে। এই ভিডিও ভাইরাল হচ্ছে গতকাল থেকেই।

রইল সেই ভিডিও…