নামখানা ধর্ষণ কাণ্ডের তদন্তের দায়িত্বও দেওয়া হল কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার আইপিএস অফিসার দময়ন্তী সেনের হাতে। এর আগে দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোণী এই চার ধর্ষণ কাণ্ডের তদন্ত ভার দেওয়া হয়েছিল দময়ন্তী সেনকে। নাত্র কয়েকদিন আগেই সেগুলির প্রাথমিক তদন্ত রিপোর্ট আদালতে জমা পড়েছে। এবার নামখানা ধর্ষণের তদন্ত ভারও দময়ন্তীকে দেওয়া হল। তবে আদালত জানিয়েছে দময়ন্তী সেন এই দায়িত্ব নিতে না চাইলে এই মামলাটি সিবিআইকে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। এই নিয়ে রাজ্যের মোট পাঁচটি ধর্ষণের ঘটনার তদন্তের নজরদারির দায়িত্ব পেলেন আইপিএস দময়ন্তী সেন।
গত ৮ এপ্রিল নামখানায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে চার দুষ্কৃতীর বিরুদ্ধে। রাত ৩টে নাগাদ ওই গৃহবধূ নিজের ঘর থেকে বেরিয়ে শৌচালয়ে যাওয়ার পথে আক্রান্ত হন। গণধর্ষণের পর ওই বধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টাও করে দুষ্কৃতীরা। নামখানার ওই গৃহবধূ এখনও হাসপাতালে চিকিৎসাধীন।






























































































































