-
- সফল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। সম্মেলনের দ্বিতীয় দিনে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের পাঁচ সাংসদের প্রতিনিধিদল তথ্য অনুসন্ধানে এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লির জহাঙ্গিরপুরীতে যাবে।
- হাঁসখালির নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সাক্ষীদেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ হাইকোর্টের।
- বঙ্গ বিজেপিতে ক্রমশ বাড়ছে বিদ্রোহ। বৃহস্পতিবার রাজ্য বিজেপির সদর দফতরের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
- শুক্রবার কলকাতা হাইকোর্টে নামখানা-সহ চার ধর্ষণ মামলার শুনানি রয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতির এজলাসে শুনানি হওয়ার কথা।
- এবার ৫ ঊর্ধ্বদের করোনা ভ্যাকসিন, কোরবেভ্যাকস দেওয়ার সুপারিশ বিশেষজ্ঞ কমিটির।
- ফের দেশে চোখ রাঙাচ্ছে করোনা। দিল্লিতে আক্রান্তদের ওমিক্রনের বিএ.২.১২.১ রূপ -সহ আরও আটটি উপরূপের খোঁজ মিলেছে।
- মারিউপোলে ‘স্বাধীন’ বলে গথোষণা করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট পুতিনকে জানিয়ে দেন, ইউক্রেনের বন্দর শহর এখন মস্কোর দখলে। এই পরিস্থিতির পর ইউক্রেনের প্রেসিডেন্ট কী প্রতিক্রিয়া দেন, তার দিকে নজর থাকবে সকলের।
- শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে শহরে। আজ কোনও কোনও জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.