পকেটে থাকা স্মার্ট ফোনে বিঁধল রুশ বুলেট, প্রাণে বাঁচল ইউক্রেনীয় সৈনিক

0
1

ইউক্রেনের(Ukrain) এক সেনা(Soldier) রুশ বুলেটের আঘাত থেকে বেঁচে গেলেন অবিশ্বাস্য ভাবে । তাঁর পকেটে থাকা স্মার্ট ফোনে(Smart Phone) বিদ্ধ হল প্রতিপক্ষের ছোঁড়া বুলেট । এই যাত্রায় বেঁচে গেলেন তিনি । ভাইরাল হল সেই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে। চমকে উঠলেন নেটিজেনরা।

মোবাইল ফোনে (Mobile Phone) আসক্তি( Addiction)এখন ছোট থেকে বড় সব্বার । ঘরে -বাইরে, অফিস, কোর্টে- কাছারিতে ট্রেনে মেট্রোয়ে এমনকি যুদ্ধক্ষেত্রে একটাই  চেনা ছবি ফোনের স্ক্রিনে নিমগ্ন মুখ। স্মার্ট ফোন এখন মানুষের ঘর ,পরিবার, বন্ধু ,আত্মীয় সব। মোবাইলই এখন স্কুল , বাজার দোকান চলমান অফিস। এর কু প্রভাব নিয়ে আলোচনার অন্ত নেই। কিন্তু সেই ফোন যখন জীবন বাঁচায়  তখন কী বলা যায়।  স্মার্ট ফোনের
কৃপায়ে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচল এক ইউক্রেনীয় সৈনিক । যুদ্ধক্ষেত্রে ওই তরুণ সেনা ট্রেঞ্চে ছিলেন, চারপাশে তখন  গোলা বর্ষণ চলছে । পকেটেই ছিল তাঁর নিজের স্মার্ট ফোন । ফোনের পিছনের দিকে রুশ সেনার ছোঁড়া বুলেটটি এসে লাগে এবং ওখানেই আটকে যায়ে। ভিডিওতে দেখা গেছে ইউক্রেনীয় সেনার ফোনে আটকে রয়েছে রাশিয়ান সেনার ছোঁড়া ৭. ৬২ এম এম বুলেটটি । সেই ফোন হাতে তুলে ভিডিওতে দেখালেন ওই সৈনিক ।  ভিডিও দেখে চমকে উঠেছেন তামাম নেট দুনিয়া । ফোনটি কোন
কোম্পানির জানা যায় নি । এমন ঘটনা আগেও ঘটেছে আফগানিস্থানে এক ব্যক্তি বেঁচে গিয়েছিলেন তাঁর নোকিয়া মোবাইল ফোনের দৌলতে । কাজেই ফোন শুধুই
মানুষকে আসক্ত করে এমন না জীবনও বাঁচায়ে এতে কোনও সন্দেহই নেই ।

প্রসঙ্গত গত দুমাস ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ । ভয়ংকর এক যুদ্ধের সাক্ষী গোটা বিশ্ব । দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে কয়েক লক্ষ মানুষ ঘর বাড়ি  ছাড়া। বহু মানুষ দেশ ছেড়ে চলে গেছেন ইতিমধ্যেই । এর মাঝেই ঘটলো এই ঘটনা।