BGBS-এর দ্বিতীয় তথা শেষদিনে শিল্পপতি ও বাণিকসভাগুলিকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর কী কী বললেন তিনি-
• কোভিড যোদ্ধাদের স্যালুট
• করোনাকালে মানুষের আত্মবিশ্বাসেই আমাদের অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে
• দুর্যোগ আসবে কিন্তু উন্নয়ন আটকে থাকবে না
• এই BGBS-এ ৩৪২৩৭৫ কোটি বিনিয়োগ প্রস্তাব এসেছে
• রাজ্য ৪০ লক্ষ কর্মসংস্থান হবে
• MSME সেক্টরে ১ কোটি ৩৬ লক্ষ কর্মসংস্থান হয়েছে
• আমরা বিভাজন চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই
• BGBS-এ গত দুদিনে বিপুল সাড়া পাওয়া গিয়েছে
• বাগডোগরা, আন্ডালে আন্তর্জাতিক বিমানবন্দর হবে
• সম্মেলনে ১৩৭টি মউ স্বাক্ষর হয়েছে
• BGBS-র শিল্প ক্ষেত্রের উৎসব
• ২০২৩-এর BGBS হবে ১-৩ ফেব্রুয়ারি