জাহাঙ্গীরপুরী উচ্ছেদ স্থগিত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

0
1

দিল্লির জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদ(Jahangirpuri eviction) অভিযান আপাতত স্থগিত রাখার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট( Supreme court)। দুই সপ্তাহ পরে মামলাটির পরবর্তী শুনানি হবে বলে স্পষ্ট জানালো আদালত।

উত্তর দিল্লি মিউনিসিপ্যাল(North Delhi Municipal corporation) কর্পোরেশনকে উচ্ছেদের নির্দেশ সংক্রান্ত সমস্ত কাগজপত্র এবং লিখিত বক্তব্য আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই আদালত সূত্রে খবর। সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও (Nageswar Rao)এবং বি আর গাভাই এর বেঞ্চে এই মামলার শুনানি হয়।

উল্লেখ্য, বুধবার সকালে মিউনিসিপ্যাল কর্পোরেশন ৯ টি বুলডোজার নিয়ে ব্যাপক পুলিশ প্রহরায় জাহাঙ্গীরপুরী সি ব্লকে উচ্ছেদ অভিযান শুরু করে। এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আদালতে জরুরি ভিত্তিতে আবেদন জানায় জমিয়ত-উলেমা-ই -হিন্দ নামের সংগঠন। আবেদনের পক্ষে সিনিয়র আইনজীবী দুষ্যন্ত দাভে’র বক্তব্য শোনার পর, প্রধান বিচারপতি এন ভি রামানা উচ্ছেদ বন্ধের নির্দেশ দিয়ে বলেন পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার। কিন্তু আদালতের উচ্ছেদ বন্ধের নির্দেশ মিউনিসিপ্যাল কর্তৃপক্ষকে জানানো সত্বেও উচ্ছেদ চলতে থাকে। আবার প্রধান বিচারপতির কাছে যান আইনজীবী দুষ্যন্ত দাভে। উচ্ছেদ অভিযান বন্ধ হয়নি শুনে, প্রধান বিচারপতি আদালতের রেজিস্টারকে নির্দেশ দেন, দ্রুত মিউনিসিপ্যাল কর্পোরেশন ও দিল্লি পুলিশকে নির্দেশের কপি পাঠাতে। এর পর ১২টা ১৫ মিনিট নাগাদ অভিযান বন্ধ হয়। বৃহস্পতিবার শুনানির সময় আইনজীবী দাভে গতকালের ঘটনার কথা উল্লেখ করলে ,বিচারপতি নাগেশ্বর রাও বলেন, “আমাদের সিদ্ধান্তের পরেও উচ্ছেদ অভিযান চালিয়ে যাবার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবো।” এদিন শুনানির সময় জাহাঙ্গীরপুরীর আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী দুষ্যন্ত দাভে যুক্তি দিয়েছিলেন যে, “উত্তর দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়রের কাছে দিল্লি বিজেপি প্রধানের অভিযোগের পরে, হিংসা-বিধ্বস্ত এলাকা থেকে দখল অপসারণের জন্য রাতারাতি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং অভিযানটি কোনো নোটিশ ছাড়াই শুরু হয়েছিল সমাজের একটি বিশেষ অংশকে টার্গেট করতে। পৌর সংস্থা বিজেপি নেতার ইচ্ছাকে “তাদের আদেশ হিসাবে” নিয়েছিল।এই প্রসঙ্গে বিচারকরা জিজ্ঞাসা করেন, এটি শুধুমাত্র একটি এলাকার সাথে সম্পর্কিত। না কী জাতীয় গুরুত্ব আছে ? দুষ্যন্ত দাভে বলেন, এটি প্রতিটি দাঙ্গা-আক্রান্ত এলাকায় ঘটছে ।  দিল্লিতে দখলদারি নিয়ে আইন রয়েছে। সমাজের একটি বিশেষ অংশকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এটি আমাদের সংবিধান প্রণেতাদের সতর্কবার্তা।

আর এক ফরাসি বিপ্লব? বিশ্ব রাজনীতির নজর আটকে ফ্রান্সের নির্বাচনে