আদি-তৎকাল বিজেপির(BJP) দ্বন্দ্ব এবার চরম আকার ধারণ করল রাজ্যে। উড়ে এসে জুড়ে বসা ‘তৎকাল’দের দাপটে বঙ্গ বিজেপির অবস্থা অত্যন্ত শোচনীয়, এমনটাই অভিযোগ তুলে এবার সরাসরি আন্দোলনে(Protest) নামল আদি বিজেপি। আর সেই লক্ষ্যে বৃহস্পতিবার ১২ টা থেকে ৩টে পর্যন্ত রাজ্য বিজেপির সদর দফতরে (৬ মুরলীধর সেন লেন) বিজেপি দলকে রক্ষা করতে প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে বিজেপির সমস্ত সৎ, একনিষ্ঠ, নির্ভীক কর্মীদের। এই বিষয়টি প্রকাশ্যে এনে টুইট করেছে বিজেপির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ আদি বিজেপির সংগঠন ‘সেভ বেঙ্গল বিজেপি'(Save Bengal BJP)।

আদি বিজেপির তরফে বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে এহেন আন্দোলনের ডাক দিয়ে টুইটে জানানো হয়েছে, “কেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিএল সন্তোষরা বুঝতে চাইছেন না বঙ্গ বিজেপির সাধারণ কর্মীরা ঘৃণা করে ‘ফেলিওর গ্যাং’-এর সদস্য শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্যদের। যারা বর্তমানে বিজেপির শীর্ষ পদে বসে রয়েছেন। যার জেরেই এবার রাস্তায় নামছে ‘সেভ বেঙ্গল বিজেপি’।” এই টুইটের সঙ্গে একটি স্ক্রিনশটও তুলে ধরা হয়েছে যেখানে সকলকে এই আন্দোলনে শামিল হওয়ার আবেদন জানিয়ে লেখা হয়েছে, “আগামিকাল ২১/৪/২০২২ বৃহস্পতিবার দুপুর ১২ টা হইতে ৩ টা পর্যন্ত রাজ্য বিজেপির পার্টি অফিসে বিজেপি পার্টিকে রক্ষা করতে মহা প্রতিবাদ সমাবেশে আদর্শবান, সৎ, একনিষ্ঠ, নির্ভীক বিজেপির সমস্ত কর্মীদের উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আবেদন জানানো হইতেছে।” এর নিচে আদি বিজেপি নেতা দীপক কুমার সরকারের নাম ও ফোন নম্বরও দেওয়া হয়েছে। বলার অপেক্ষা রাখে না রাজ্যজুড়ে বিজেপি যখন অন্তরদ্বন্দ্বে জর্জরিত ঠিক সেই তৎকালের বিরুদ্ধে রাস্তায় নেমে আদি বিজেপির এহেন আন্দোলন গেরুয়া শিবিরের জন্য বেশ উদ্বেগজনক।











































































































































