দিনকয়েকের লুকোচুরির পর অবশেষে ধরা পড়ল নাগরাকাটার চিতাবাঘ

0
3

অবশেষে ধরা পড়ল নাগরাকাটা খাসবস্তির কাবুলডাঙ্গার সেই হিংস্র চিতাবাঘ। বেশ কয়েকদিন থেকে এলাকায় কার্যত তাণ্ডব চালিয়েছিল চিতাবাঘটি। আতঙ্কে ঘুম উড়েছিল চা বাগানের শ্রমিকদের। বুধবার চিতাবাঘটিকে কাবু করতে গিয়ে জখম হন দুই বনকর্মী।  কিন্তু সারাদিন চেষ্টা করেও ধরা যায়নি চিতাটিকে। বৃহস্পতিবার সকালেও এক গ্রামবাসী চিতা বাঘের হামলায় জখম হন বলে জানা গিয়েছে। এরপরই সকাল থেকে ফের বনকর্মীরা  চিতাবাঘটিকে কাবু করতে চেষ্টা শুরু করেন। অবশেষে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড এবং খুনিয়া স্কোয়াডের যৌথ অভিযানে ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় চিতাবাঘ। উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে।  সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিতাটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানামো হয়েছে।