কসবা থেকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৭

0
1

পুলিশের পরিচয় দিয়ে গতকাল, বুধবার দক্ষিণ কলকাতার কসবার একটি শপিং মলের কাছ থেকে অপহরণ করা হয় এক ব্যবসায়ীকে। অপহরণের পরই ওই ব্যবসায়ীর পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে ফোন যায় অপহরণকারীদের। তার ভিত্তিতে কসবা থানায় অভিযোগ দায়ের করে ব্যবসায়ীর পরিবার। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।


আরও পড়ুন: Covid Update: চোখ রাঙাচ্ছে করোনা, শিয়রে কী চতুর্থ ঢেউ?


ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রহস্যের কিনারা করে ফেলে পুলিশ। রাতভর যৌথ তল্লাশি করে লালবাজারের গুণ্ডাদমন শাখা ও কসবা থানার পুলিশ। এরপর আজ, বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা যায় ওই অপহৃত ব্যবসায়ীকে। গ্রেফতার হয় অভিযুক্ত ৭ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি গাড়িও।

উল্লেখ্য, অপহৃত ব্যবসায়ী কুতুবউদ্দিন গাজীর কসবায় একটি অফিস রয়েছে। এই ব্যবসায়ীর বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। ঐতিহাসিক আমলের কয়েন বিক্রির নাম করে অনেক লোককে প্রতারণা করেছিল এই ব্যবসায়ী। তাঁকেও জেরা শুরু করেছেন তদন্তকারীরা।