দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) ‘আজাদি’ বিতর্কের সময় তৎকালীন বাম ছাত্রনেতা কানহাইয়া কুমার, উমর খালিদের সঙ্গে সংবাদ শিরোনামে এসেছিল জিগ্নেশ মেওয়ানির নাম। পেশায় সাংবাদিক জিগ্নেশ পরবর্তী সময় রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের আহ্বায়ক হন। এরপর গুজরাত বিধানসভা নির্বাচনে নির্দল হিসেবে ভোটে লড়ে জয়ী হন এই দলিত নেতা ও সমাজকর্মী। জিগ্নেশ বরাবরই RSS ও BJP-এর কট্টর সমালোচক বলেই পরিচিত।
আরও পড়ুন:জাহাঙ্গিরপুরীতে যাচ্ছেন মহিলা সাংসদদের নিয়ে তৈরি তৃণমূলের প্রতিনিধি দল
সেই জিগ্নেশ মেওয়ানিকেই মোদি রাজ্য গুজরাত থেকে গ্রেফতার করল অসম পুলিশ। গতকাল, বুধবার মধ্যরাতে পালানপুর সার্কিট হাউজ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এরপর তরুণ দলিত বিধায়ককে আহমেদাবাদ নিয়ে যাওয়া হয়। আজ, বূহস্পতিবার সকালে ট্রানজিট রিমান্ডে গুয়াহাটি নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে।
পুলিশের তরফ থেকে গ্রেফতারির কারণ এখনও খোলসা করা না হলেও অভিযোগ, সম্প্রতি সাম্প্রদায়িক উসকানিমূলক একাধিক টুইট করেছিলেন জিগ্নেশ। সেই টুইটের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জিগ্নেশের পরিবারের অভিযোগ, এফআইআরের কপি তাঁদেরকে দেয়নি অসম পুলিশ।
তবে গুজরাত বিধানসভা ভোটের আগে জিগ্নেশের গ্রেপ্তারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মনে করছে সংশ্লিষ্ট মহল। যা নিয়ে সরব হয়েছে কানহাইয়া কুমার, স্বরা ভাস্কররা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.