কার সঙ্গে প্রেম করছেন খোদ  বিগ বি-র নাতনী! জল্পনা তুঙ্গে

0
2

প্রেমে হাবুডুবু খাচ্ছেন খোদ বিগ- বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachhan ) নাতনি নভ্যা নভেলি নন্দা( Navya Naveli Nanda)। প্রেমের পাত্রটি হলেন সিদ্ধান্ত  চতুর্বেদী (Siddhant Chaturvedi)। এমনটাই শোনা যাচ্ছে বেশ কিছুদিন যাবত। ‘গেহেরাইয়া’ ছবিটির জন্য সিদ্ধান্ত  ইতিমধ্যেই বেশ পরিচিত মুখ।  আর বিগ বি-র নাতনিও পাপারাৎজি ক্যামেরার বাইরের মানুষ একেবারেই নয়।

নভ্যা এবং সিদ্ধান্তকে নিয়ে যে জল্পনা কল্পনা চলছিল তাতে খানিকটা শীলমোহর দিয়ে ফেললেন তাঁরা নিজেরাই। সম্প্রতি নভ্যা এবং সিদ্ধান্ত দুটি আলাদা পোস্ট দিয়েছে ইনস্টাগ্রামে আর তাতেই অনেক কিছুই ধরে নিয়েছেন নেটিজেনরা।

অমিতাভর নাতনি বলে কথা তিনি যাই করুন না কেন খবর তো হবেই। তাঁদের দেওয়া দুটি পোস্টেই শোরগোল উঁকিঝুকি কৌতুহলের আর অন্ত নেই। জানা গেল নভ্যা যেখানে বেড়াতে গেছেন সেখান না কী সিদ্ধান্তও গেছেন । ডেস্টিনেশন ঋষিকেশ। সেখানে পাহাড়ের কোলে বসে হোটেলের বারান্দা থেকে সাদা টপ আর জিনস পরে নভ্যা নভেলি নন্দা নিজেকে সঙ্গে মনোরম প্রকৃতিকেও লেন্সবন্দী করছেন। খুব সুন্দর সেই ছবি আর তাতে ক্যাপশন দিয়েছেন- ‘ছবি তুলেছে এক তারকা’। অপরদিকে সিদ্ধান্ত পোস্ট করেছেন একটি ভিডিয়ো তাতে রয়েছে ঋষিকেশের নতুন ছবির শুটিং লোকেশন। সঙ্গে দিয়েছেন ক্যাপশন, ‘আমার মন আর চাঁদ দুটোই ঝকঝকে পরিষ্কার’। আসল কথা হল দুজনের ছবির ব্যাকগ্রাউন্ডেরই অসম্ভব মিল । তাই অনুরাগীরা ধরে নিয়েছেন দুজনে হয়তো একইসঙ্গে ছুটি কাটাচ্ছেন ঋষিকেশে বা একজন গেছেন কাজে আর অন্যজন গেছেন তাকে সঙ্গ দিতে।

আরও পড়ুন:নাটক করছেন বিজেপি নেতারা, তীব্র কটাক্ষ শ্রমমন্ত্রীর