CSK: চোটের কারণে সিএসকে থেকে ছিটকে গেলেন অ‍্যাডাম মিলনে, এলেন মাথিসা পাথিরানা

0
2

চোটের কারণে এবার চেন্নাই সুপার কিংস ( CSK) থেকে ছিটকে গেলেন অ্যাডাম মিলনে (Adam Milne)। তার পরিবর্তে দলের এলেন শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা (Matheesha Pathirana)। বৃহস্পতিবার এমনটাই জানান হয় সিএসকের পক্ষ থেকে। এর আগে চোটের কারণে সিএসকে থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মিলনে। সেই চোট না সারায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন তিনি। তাঁর জায়গায় পাথিরানাকে নেওয়া হয়েছে। ১৯ বছরের এই পাথিরানা  এইবছর অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন। তাঁর বোলিং অ্যাকশনের সঙ্গে শ্রীলঙ্কার প্রাক্তন বোলার লাসিথ মালিঙ্গার মিল রয়েছে। দুর্দান্ত ইয়র্কার দিতে পারেন তিনি।তরুণ শ্রীলঙ্কান মিডিয়াম পেসারকে ২০ লক্ষ টাকায় এনেছে চেন্নাই।

আরও পড়ুন:Manchester United: ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন পূর্ণকালীন হেড কোচ হলেন এরিক টেন হাগ