রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব ভাতা ঘোষণা করল নবান্ন

0
1

ফের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য উৎসব ভাতা বা অ্যাডহক বোনাস এবং উৎসবের আগে অগ্রিম অর্থ দেওয়ার ঘোষণা করল নবান্ন।


আরও পড়ুন: লগ্নি,কর্মসংস্থান ও উন্নয়নের লক্ষ্যে বুধবার থেকে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন


রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বনিম্ন ৪,৮০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত উৎসব ভাতা দেওয়া হবে কর্মচারীদের। ৩৭ হাজার টাকার কম বেতনভোগীরা উৎসব ভাতা বাবাদ পাবেন সর্বোচ্চ ৪,৮০০টাকা। মহার্ঘ্য ভাতা-সহ ৩৭ থেকে ৪৭ হাজারের বেতনভোগীরা অগ্রিম ১৪ হাজার টাকা নিতে পারবেন। যা ১০ মাসের মধ্যে বিনাসুদে শোধ করতে হবে।

মুসলিম সম্প্রদায়ের কর্মচারীরা ইদের আগেই এই উৎসব ভাতা পেয়ে যাবেন। অন্য রাজ্য সরকারি কর্মচারীরা দুর্গাপুজোর আগে পাবেন এই ভাতা। অন্যদিকে ৩২ হাজার টাকার নীচে যাঁদের পেনশন, তাঁরাও এককালীন ২,৭০০ টাকা করে এককালীন ভাতা পাবেন বলে ঘোষণা করেছে নবান্ন।