রাশিয়া-ইউরোপ যুদ্ধ পরিস্থিতির মাঝেই আগামী মে মাসের প্রথম সপ্তাহে ইউরোপ সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর এই সফরে ইউরোপের ৩ টি দেশে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর(Prime Minister)। তবে সরকারিভাবে এই সফরের কথা প্রধানমন্ত্রীর দফতরের তরফে ঘোষণা না করা হলেও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে এমনটাই দাবি করা হয়েছে। জানা যাচ্ছে শীঘ্রই এই সফরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ইউরোপ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্সে যাবেন। যুদ্ধ পরিস্থিতির মাঝে প্রধানমন্ত্রীর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের সকল দেশ রাশিয়ার বিরোধিতায় সরব। তবে এই অবস্থাতেও দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার পাশে দাড়িয়েছে ভারত। যার জেরে ভারতের উপর চাপ বাড়ছে ইউরোপিয় দেশগুলির। এহেন পরিস্থিতির মাঝে মোদির এই সফর যে বেশ গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন:রাজ্যে কর্মদিবস নষ্ট হয় না: সব অতিথিদের স্বাগত জানিয়ে BGBS-এর মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী
এদিকে এই সফরের পাশাপাশি আরও দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গেও সাক্ষাত করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দু’দিনের সফরে ভারতে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভ্যান ডের লিয়েনের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর। আসলে ইউরোপীয় ইউনিয়ন ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারত কোনও ভাবেই চাইছেন না, ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়াকে সমর্থনের কোনও রকম প্রভাব সেই সম্পর্কে পড়ুক। এছাড়াও সদ্য দায়িত্বে আসা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও বৈঠকের কথা হয়েছে তাঁর।