মা হতে চলেছেন মারিয়া শারাপোভা। নিজের জন্মদিনে একথা জানালেন পাঁচ বারের গ্রান্ড স্লাম জয়ী টেনিস তারকা।
আরও পড়ুন:Weather Forecast: তীব্র গরমে স্বস্তির খবর! আজই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
মঙ্গলবার তাঁর জন্মদিনে ইনস্টাগ্রামে শারাপোভা লেখেন, ‘শুরুটা মূল্যবান। দু’জনের জন্য জন্মদিনের কেক খাওয়া সব সময়ই আমার জন্য স্পেশ্যাল।’যদিও জন্মের সময় বা তারিখ সম্পর্কে কিছুই জানাননি টেনিস তারকা।
প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারিতে টেনিস থেকে অবসর নিয়েছিলেন মারিয়া শারাপোভা। সেই বছরই ডিসেম্বরে ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে এনগেজমেন্টের কথা ঘোষণা করেন তিনি। আর এখন মা হতে চলেছেন তিনি। নিতে চলেছেন গুরুদায়িত্ব।