ভারত-বাংলাদেশ সীমান্তে ইন্টারন্যাশনাল হাট, কাঁচামাল থেকে প্যাকেটজাত পণ্য মিলবে সবই

0
3

ভারত-বাংলাদেশ সীমান্তে শুরু হতে চলেছে ইন্টারন্যাশনাল হাট।  মাছ, পোশাক সহ বিভিন্ন কাঁচামাল থেকে শুরু  করে প্যাকেটজাত পণ্য সবই মিলবে ওই হাটে।  ভারত এবং বাংলাদেশ দুই দেশের ব্যবসায়ীরাই এখানে নিজের নিজের পসরা নিয়ে বসবেন। পশ্চিমবঙ্গের  সীমান্তের পাঁচটি জিরো পয়েন্টে এই হাট শুরুর পরিকল্পনা হয়েছে। কেন্দ্র সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে বলে খবর।  তবে আপাতত পরীক্ষমূলকভাবে এই  হাট চালু করা হবে। এ নিয়ে ভারত  ও বাংলাদেশ সরকারের মধ্যে বেশ কয়েক দফা আলোচনাও হয়ে গিয়েছে বলে খবর।  আগামী ছ’মাসের মধ্যে পাকাপাকিভাবে এই হাট বসবে বলে জানানো হয়েছে।

এই  আন্তর্জাতিক  বাজার তৈরি করার জন্য দু’দেশেই জমি অধিগ্রহণ করা হবে। বাংলাদেশের ৭৫ মিটার ও পশ্চিমবঙ্গের ৭৫ মিটার জমি অধিগ্রহণ করে এই হাট তৈরি হতে হবে। দুই দেশের সীমান্ত এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দারা এই বাজারে নিজেদের পণ্য বিক্রি করতে পারবেন। নিরাপত্তার দায়িত্বে থাকবেন দু’দেশের সীমান্তরক্ষীরাই।