হাইকোর্টের নির্দেশ মেনে নতুন বিজ্ঞপ্তি জারি করল রানিকুঠির জি ডি বিড়লা স্কুল। স্কুলের তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের নির্দেশ মেনে সমস্ত পড়ুয়াই আজ থেকে স্কুলে আসতে পারবে।
আরও পড়ুন: তৃণমূল কর্মীর ফোনের ওপার থেকে ভেসে এলো “অভিষেক ব্যানার্জি বলছি”! তারপর…
প্রসঙ্গত, বকেয়া বেতন নিয়ে বারবার বিতর্ক তৈরি হয় জি ডি বিড়লা স্কুলে। এই নিয়ে অভিভাবকরা বিক্ষোভ দেখালে আইনশৃঙ্খলাজনিত সমস্যার কারণ দেখিয়ে চলতি মাসের শুরুতেই স্কুল বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর স্কুল খুললেও শুধুমাত্র যারা স্কুলের বেতন মিটিয়েছে, তাদেরই স্কুলে ঢোকার অনুমতি দেওয়া হয়। এরই প্রতিবাদে হাইকোর্টে মামলা করেন অভিভাবকদের একাংশ।
মঙ্গলবার হাইকোর্টের রায়ে ধাক্কা খায় জি ডি বিড়লা স্কুল। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, বেতন বকেয়া থাকলেও পড়ুয়াদের স্কুলে ঢুকতে দিতে হবে বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপরই বুধবার আদালতের নির্দেশ মেনে সকল পড়ুয়াকে স্কুলে আসতে বলে নয়া বিজ্ঞপ্তি দেয় জি ডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.