বেআইনি দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল দিল্লির জাহাঙ্গিরপুরীতে। দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। আগে থেকেই নোটিশ দেওয়া ছিল যে বুধ ও বৃহস্পতিবার বেআইনি উচ্ছেদে নামবে পুলিশ।
অভিযোগ জাহাঙ্গিরপুরীর ওই এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ এবং দখলদারি হয়েছে। তারপরেই দিল্লির পুরনিগমের মেয়রের দফতর থেকে পদক্ষেপ করা হয়। অবিলম্বে সমস্ত দখলদারি অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর দিল্লি পুরনিগম জানিয়েছে উচ্ছেদ অভিযানে যাতে কোনও রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তার জন্য ৪০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে।